শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৯ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
Web. nazrulsangeet.com
৬৯১. ও মেঘের দেশের মেয়ে কোথা হতে এলি রে- অখন্ড হরফ। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৯২. ও রাঙাবাবু! তুই ডাসা ডালিম দানা পলাশ ফুল- নাটক: কালিন্দী। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৯৩. ও রাজা শকুন্তলার মনের- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৯৪. ওলো জেলেনি, আমার ভাত নাইরে ঘরে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৯৫. ও শাপলা ফুল নেবনা- রেকর্ড (১৯৪৫) শিল্পী : গিরীণ চক্রবর্তী ও শেফালী ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৯৬. ও শিকারী মারিসনা তুই- চলচ্চিত্র : পাতালপুরী। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৯৭. ও সই, বেঁধেছি বিনুনী- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৯৮. ও সুজন তুই হলি মাঠের গোখরা- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৯৯. ও সে বাঁশরী বাজায়- রেকর্ড (১৯৪০) শিল্পী : সমর রায়। নজরুল ইন্সটিটিউট এর ৫২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭০০. ও স্বপন পুরের রাজকুমার - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে (অশুদ্ধ) / জয় দুর্গা জননী দাও শক্তি- গানটির ভিন্ন শিরোনাম।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ