নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৩ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web. nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৩ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web. nazrulsangeet. com ৬৩১. ঐ দেখ মুলতানী এক গাই- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৬৩২. ঐ নন্দন নন্দিনী দয়িতা- সূত্র: কাফেলা। রাগ- বেহাগড়া। ১৯৪০ সালে কলম্বিয়া কোম্পানিতে বিমলভূষণ রেকর্ড করেন। কিন্তু তা প্রকাশিত হয়নি। স্বরলিপি হয়নি। ✘ ঐ নাম বড় ভালোবাসি - নজরুল নহে। * গীতিকার : রামপ্রসাদ সেন। ৬৩৩. ঐ নীল গগনের নয়ন পাতায়- গ্রন্থ : ছায়ানট। ছায়ানটের কবিতাটির অংশ বিশেষ নিয়ে কবি পরে রেকর্ডের জন্য গানের রুপ দেন। হারানো গানের খাতা গ্রন্থে পাওয়া যায়। শ্রেণী- মডার্ণ। ৬৩৪. ঐ পথ চেয়ে থাকি- গ্রন্থ : চন্দ্রবিন্দু। খাম্বাজ পিলু- কার্ফা। রেকর্ড স্বরলিপি হয়নি। ✘ ঐ যে ভরা নদীর বাঁকে- নজরুল নহে। * গীতিকার : তুলসী লাহিড়ী। ৬৩৫. ঐ লুকায় রবি লাজে- গ্রন্থ: নজরুল গীতিকা। খাম্বাজ পিলু- পোস্তা। রেকর্ড স্বরলিপি হয়নি। * ঐ রাঙ্গা মাটির (অশুদ্ধ) / রাঙ্গা মাটির পথে লো - গানটির ভিন্ন শিরোনাম। ৬৩৬. ঐ শ্যাম মুরলী বাজায়- রেকর্ড (১৯৩৪) শিল্পী : আঙ্গুরবালা ও ধীরেন দাস। নজরুল ইন্সটিটিউট এর ৫০ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৬৩৭. ঐ সর্ষে ফুলে লুটালো কার হলুদ-রাঙা উত্তরী। নজরুল সঙ্গীত সংগ্রহ। রেকর্ড স্বরলিপি হয়নি। ৬৩৮. ঐ হের রসুলে খোদা- রেকর্ড (১৯৩৬) শিল্পী : পিয়ারু কাওয়াল। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ ও আমার দেশের মাটি- নজরুল নহে। * গীতিকার : প্রণব রায়। ✘ ও আমার বাংলাদেশের মাটি- নজরুল নহে। গীতিকার : প্রণব রায়। ৬৩৯. ও কালো ডাগর চোখে- অগ্রন্থিত নজরুল রচনা সংগ্রহ। রেকর্ড স্বরলিপি হয়নি। * ও কার বাঁশি (অশুদ্ধ) / কার বাঁশি বাজিল- গানটির ভিন্ন শিরোনাম। * ওই ঘর ভুলানো (অশুদ্ধ) / ঐ ঘর ভুলানো সুরে- গানটির ভিন্ন শিরোনাম। * ওই চলে তরনী- (অশুদ্ধ) / ঐ চলে তরনী- গানটির ভিন্ন শিরোনাম। * ঐ জলকে চলে লো (অশুদ্ধ) / ঐ জলকে চলে লো - গানটির ভিন্ন শিরোনাম। ৬৪০. ও কালো বউ জল আনতে- রেকর্ড (১৯৩৪) শিল্পী : সুধীর দত্ত। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ