নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web. nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. চম * এ্যায় মন গরবর (অশুদ্ধ) / এয় সন গরবর গানটির ভিন্ন শিরোনাম। * এ্যায় খোদা মোর আরজু (তথ্যহীন) * এ্যায়সি তরকিক কর হোতি (তথ্যহীন) ৬২১. ঐ অভ্রভেদী তোমার ধ্বজা- গ্রন্থ : বিশের বাঁশি। রেকর্ড স্বরলিপি হয়নি। * ঐ আমার জ্যোতির্গেহে (অশুদ্ধ) / এবার আমার জ্যোতির্গেহে- গানটির ভিন্ন শিরোনাম। ৬২২. ঐ,ঐ,ঐ আসে কর্ণ- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৬২৩. ঐ কাজল কালো চোখ- গ্রন্থ: গানের মালা। বেহাগ-খাম্বাজ- দাদরা। এইচ এম ভি র সাথে চুক্তিপত্রের গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ঐ কালো অঙ্গ রাঙা হবে। ৬২৪. ঐ কালো অঙ্গ রাঙা হবে - গীতি আলেখ্য- জীবন স্রোত। রেকর্ড স্বরলিপি হয়নি। ৬২৫. ঐ কুব্জার কি রুপের বাহার দেখো- রেকর্ড (১৯৩২) শিল্পী : প্রফেসর জি.দাস। স্বরলিপি হয়নি। * ঐ গগনের নয়ন পারায় (তথ্যহীন)। ৬২৬. ঐ ঘর ভুলানো সুরে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : আঙ্গুরবালা। নজরুল ইন্সটিটিউট এর ৩৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৬২৭. ঐ ঘাসের ফুলে মটর শুটির ক্ষেতে- গ্রন্থ: ছায়ানট। শিরোনাম - অ-কেজোর গান। বাউল- খেমটা। রেকর্ড হয়নি। তবে জনাব জিল্লুর রহমান এর সৌজন্যে প্রামাণ্য সুরে শিল্পী শাহীনা আক্তার পাপিয়া গেয়েছেন। ৬২৮. ঐ চলে তরুনী গৌরী- গ্রন্থ: নজরুল সঙ্গীত সম্ভার। গৌর সারঙ মিশ্র - কার্ফা। রেকর্ড স্বরলিপি হয়নি। ৬২৯. ঐ জলকে চলে লো কার ঝিয়ারি - রেকর্ড (১৯৩৩) শিল্পী : ইন্দুবালা। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৬৩০. ঐ তেত্রিশ কোটি দেবতাকে- গ্রন্থ: বিশের বাঁশি। শিরোনাম - ভূত ভাগানোর গান। রেকর্ড স্বরলিপি হয়নি। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ