
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৮ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
Web. nazrulsangeet. com
৬৮১. ওমা তুই আমারে ছেড়ে আছিস- রেকর্ড (১৯৪১) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* ওমা তোমার বাবার নাকে (অশুদ্ধ) / অমা তোমার বাবার নাকে - গানটির ভিন্ন শিরোনাম।
৬৮২. ওমা তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল- নজরুল সঙ্গীত সংগ্রহ।
৬৮৩. ওমা তোর ভুবনে জ্বলে এত আলো- রেকর্ড (১৯৪১) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৮৪. ওমা ত্রিনয়নী! সেই চোখ দে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : নারায়ণ দাস বসু। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৮৫. ওমা দনুজ দলনী মহাশক্তি (হ্রীঙ্কার রুপিনী মহালক্ষী)- রেকর্ড (১৯৪৫) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। অখণ্ড হরফ এ স্বরলিপি হয়েছে।
৬৮৬. ওমা দু:খ অভাব ঋণ যত মোর (আমার ররণের বোঝা) - চুক্তিপত্র। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৮৭. ওমা নির্গুনেরে প্রসাদ দিতে- রেকর্ড (১৯৩৭) শিল্পী : সুধীর দত্ত। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* ওমা প্যাচা যদি খ্যচখ্যাচায় (অশুদ্ধ) / এবারের পূজা- ২য় খন্ড - গানটির ভিন্ন শিরোনাম।
৬৮৮. ওমা ফিরে এলে কানাই (ফিরে এলে)- রেকর্ড (১৯৩২) শিল্পী : শিশু মঙ্গল সমিতি। নজরুল ইন্সটিটিউট এর ৫৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৮৯. ওমা বক্ষে ধরেন শিব (বক্ষে ধরেন)- রেকর্ড (১৯৩৭) শিল্পী : অমরেন্দ্র নাথ ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৩৩ এবং ৫০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৯০. ওমা যা কিছু তুই দিয়েছিলি- পান্ডুলিপি।
(ঢাকা বেতারের জন্য-উল্লেখিত)। রেকর্ড স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ