
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৬ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। 
Web.nazrulsangeet.com 
 
৬৬১. ও পাড়ারি মেয়ে- এইচ এম ভি কোং এর সঙ্গে ২৪.১.৩৫ তারিখে সম্পাদিত চুক্তিপত্র। গানটি লুপ্ত হয়েছে। রেকর্ড স্বরলিপি হয়নি। 
৬৬২. ও পাপিষ্ঠ, এই উচ্ছিষ্ট - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 
৬৬৩. ও বনপথ, ওরে নদী- নাটক : মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি। 
৬৬৪. ও বন্ধু আমার অকালে ঘুম ভাঙ্গাইয়া গো- বেতার: গীতিচিত্র- পদ্মার ঢেউ। শিল্পী - শৈল দেবী। 
রেকর্ড স্বরলিপি হয়নি। 
৬৬৫. ও বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : পদ্মরাণী চ্যাটার্জি।  নজরুল ইন্সটিটিউট এর ১৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 
* ও বন্ধুরে বন্ধু (অশুদ্ধ) / বন্ধুরে পরাণ বন্ধু- গানটির ভিন্ন শিরোনাম। 
* ও বাঁশরী বাজে বাজে (অশুদ্ধ) / ও বাঁশের বাঁশিরে- গানটির ভিন্ন শিরোনাম। 
৬৬৬. ও বাঁশের বাঁশিরে বাজে বাজে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : সিদ্ধেশ্বর মুখার্জি। স্বরলিপি হয়নি। 
৬৬৭. ও বাছাধন পেট বাজিয়ে হঠাৎ - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 
৬৬৮. ও বাবা আবার দেখি বিরাট হাতি- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 
৬৬৯. ও বাবা তুর্কী নাচন- রেকর্ড (১৯৩৮) শিল্পী : গোপাল ভভট্টাচার্য। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 
৬৭০. ও বাবা ফকির সাহেব - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 
--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 
 
0 মন্তব্যসমূহ