নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৫ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৫ তম পর্ব) শফিক উদ্দিন আহমেদ। Web.nazrulsangeet.com ৬৫১. ওকে মুঠি মুঠি আবীর- রেকর্ড (১৯৩৫) শিল্পী : শংকর মিশ্র (কে মল্লিক)। নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে। * ওই বাজে বাঁশি- বাংলা সাহিত্যে নজরুল। বিস্তারিত তথ্যহীন। * ওই মুঠি মুঠি আবীর (অশুদ্ধ) / ওকে মুঠি মুঠি আবীর - গানটির ভিন্ন শিরোনাম। ৬৫২. ওকে সোনার চাঁদ কাঁদেরে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : আব্দুল লতিফ। স্বরলিপি হয়নি। * ওকে হেলেদুলে চলে- (অশুদ্ধ) / কে হেলেদুলে চলে- গানটির ভিন্ন শিরোনাম। ৬৫৩. ও গিন্নী বদন তোল একটু হানো- রেকর্ড (১৯৩৫) শিল্পী : হরিদাস বন্দ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৫৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * ওগো আমার শিল্পী বল (অশুদ্ধ) / ওগো মুর্শিদ পীর বলো বলো রসুল কোথায় থাকে- গানটির ভিন্ন শিরোনাম। * ওগো আমার নবী- (অশুদ্ধ) / তোমায় যেমন করে ডেকেছিল- গানটির ভিন্ন শিরোনাম। ৬৫৪. ও জেলো তুই গেলি সাগরে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * ওগো ও কনে বাড়ির ঝি- (অশুদ্ধ) / শুনতিছ? ও বিন্দে- গানটির ভিন্ন শিরোনাম। * ওগো গো রাখা রাখাল- (অশুদ্ধ) / ওরে গো রাখা রাখাল- গানটির ভিন্ন শিরোনাম। ৬৫৫. ও ঝুমরো, তীর ধনুক নিয়ে - গীতিনাট্য : শাল পিয়ালের বনে। রেকর্ড স্বরলিপি হয়নি। * ওগো চন্দ্র মল্লিকা - বাংলা সাহিত্যে নজরুল। বিস্তারিত তথ্যহীন। * ওগো নতুন নেশার- (অশুদ্ধ) / নতুন নেশার- গানটির ভিন্ন শিরোনাম। * ওগো প্রিয় তুমি চলে গেছ (অশুদ্ধ) / ওগো প্রিয়তম তুমি চলে গেছ- গানটির ভিন্ন শিরোনাম। ৬৫৬. ও তুই উলটা বুঝলি রাম- রেকর্ড (১৯৩৬) শিল্পী : শিল্পী : রঞ্জিত কুমার রায়। অখণ্ড হরফ এ স্বরলিপি হয়েছে। * ওগো প্রিয়তম/প্রিয়তমা এত প্রেম (অশুদ্ধ) / প্রিয়তম এতো প্রেম দিওনা- গানটির ভিন্ন শিরোনাম। ৬৫৭. ও তুই কারে দেখে ঘোমটা দিলি- রেকর্ড (১৯৪৩) শিল্পী : বেলারানী। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * ওগো ফুল পসারিণী (অশুদ্ধ) / ওলো ফুল পসারিণী - গানটির ভিন্ন শিরোনাম। ৬৫৮. ও তুই যাসনে রাই-কিশোরী- রেকর্ড (১৯৩৩) শিল্পী : আশ্চর্যময়ী দাসী। নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ ও তুই যারে আঘাত হানলি - নজরুল নহে। * গীতিকার : জসীম উদ্দিন। ৬৫৯. ও তোতা পাখিরে জানের জান- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৬৬০. ও দুখের বন্ধুরে- গ্রন্থ : বনগীতি। এইচ এম ভি কোং এর সঙ্গে চুক্তিপত্রের গান। স্বরলিপি হয়নি। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ