
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৪ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।
Web. nazrulsangeet.com
৬৪১. ও কালো শশীরে আর বাজায়োনা- রেকর্ড (১৯৪২) শিল্পী : শৈল দেবী। নজরুল ইন্সটিটিউট এর ৩১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৪২. ও কি ঈদের চাঁদ গো- রেকর্ড (১৯৩৭) শিল্পী : শৈল দেবী। স্বরলিপি হয়নি।
৬৪৩. ও কূল ভাঙ্গা নদীরে- রেকর্ড (১৯৩৪) শিল্পী : গোপালচন্দ্র সেন (অন্ধ গায়ক)। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৪৪. ওকে উদাসী আমায় হায় (অকে দূর উদাসী হায়)- রেকর্ড (১৯৩৫) শিল্পী : শৈলেন বন্ধ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৪৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৪৫. ওকে উদাসী বেণু বাজায়- রেকর্ড (১৯৩৫) শিল্পী : ইন্দুবালা। নজরুল ইন্সটিটিউট এর ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৪৬. ওকে কলসী ভাসায়ে চলে- গ্রন্থ : নজরুল সঙ্গীত সম্ভার। বাঁরোয়া মিশ্র। খেমটা। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৪৭. ওকে চলিছে বনপথে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আশালতা। নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৪৮. ওকে টলে টলে চলে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : মিস রাধারাণী। নজরুল ইন্সটিটিউট এর ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে।
* ওকে তালে তালে চলে (অশুদ্ধ) / ওকে টলে টলে চলে- গানটির ভিন্ন শিরোনাম।
৬৪৯. ওকে নাচের ঠমকে দাঁড়ালো- রেকর্ড (১৯৪৪) শিল্পী : মিস রাধারাণী। হরফ অখণ্ড এবং নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৫০. ওকে বিকাল বেলা বসে- সূত্র: অখণ্ড হরফ। নৃত্য সম্বলিত। রেকর্ড স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ