
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬১ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।
web. nazrulsangeet.com
* এসো ভিন গেরামের নারী (অশুদ্ধ) / আমি ময়নামতির শাড়ী দেব- গানটির ভিন্ন শিরোনাম।
৬১১. এসো মা দশভূজা- রেকর্ড (১৯৩৫) শিল্পী : রেণু বসু ও দেবেন বিশ্বাস। নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬১২. এসো মা পরমা শক্তিমতী- গ্রন্থ : অপ্রকাশিত নজরুল হরফ। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এসো মা ভারত লক্ষী (অশুদ্ধ) / আসো মা ভারত জননী - গানটির ভিন্ন শিরোনাম।
৬১৩. এসো মা ভারত জননী আবার- রেকর্ড (১৯৩২) শিল্পী : কে. মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ২২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬১৪. এসো মাধব এসে পিও মধু- গ্রন্থ : নজরুল সঙ্গীত সম্ভার এবং হারানো গানের খাতা। গানটি সম্ভবত রেকর্ড হয়েও প্রকাশিত হয়নি। শ্রেনী: কীর্তন। স্বরলিপি হয়নি।
৬১৫. এসো মুরলীধারী বৃন্দাবনচারী- রেকর্ড (১৯৩২) শিল্পী : মিস বীণাপানি। নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬১৬. এসো যুগ- সারথী নিশঙ্ক নির্ভয়- গ্রন্থ : সর্বহারা। শিরোনাম : প্রার্থনা। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এসো যদি মন মন্দিরে (অশুদ্ধ)/ এসো হৃদিরাস মন্দিরে- গানটির ভিন্ন শিরোনাম।
৬১৭. এসো শঙ্কর ক্রোধাগ্নি হে চির- নজরুল সৃষ্ট রাগ - রুদ্র ভৈরব। সুরফাঁক তাল। বেতার নাটিকা : উদাসী ভৈরব। স্বরলিপি - বেণুকা ও নবরাগ।
* এসো শিবানী উমা (অশুদ্ধ) / এলো শিবানী উমা- গানটির ভিন্ন শিরোনাম।
৬১৮. এসো শারদ প্রাতের পথিক- রেকর্ড (১৯৩৪) শিল্পী : মিস অনিমা বাদল। নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬১৯. এসো হৃদিরাস মন্দিরে- রেকর্ড (১৯৩২) শিল্পী : ডা. জীবানন্দ গোস্বামী। ঝিঝিট। একতাল। স্বরলিপি হয়নি।
✘ এসো হে পূজার ভবন তেয়াগী- নজরুল নহে।
* গীতিকার : প্রণব রায়।
৬২০. এসো হে সজল শ্যাম ঘনদেয়া- রেকর্ড (১৯৩৬) শিল্পী : ধীরেন দাস ও ইন্দুবালা। নজরুল ইন্সটিটিউট এর ৩২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ