
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬৭ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।
nazrulsangeet.com
৬৭১. ও বৌদী তোর কি হয়েছে - রেকর্ড (১৯৪৩) শিল্পী : বেলারানী। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৭২. ও ভাই কোলা ব্যাঙ- রেকর্ড : ছিনিমিনি খেলা রেকর্ড নাটিকা শিল্পী : শিশু মঙ্গল সমিতি। স্বরলিপি হয়নি।
৬৭৩. ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি - রেকর্ড ( ১৯৩৩) শিল্পী : গোপাল চন্দ্র সেন। সুরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬৭৪. ও ভাই নীল কুঠির ঐ নীল বাঁদর - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৭৫. ও ভাই মুক্তি সেবক দল - গ্রন্থ : বিশের বাঁশি। রেকর্ড স্বরলিপি হয়নি।
৬৭৬. ও ভাই হাজী কোন কাবাঘর - রেকর্ড (১৯৪০) শিল্পী : আব্দুল লতিফ। স্বরলিপি হয়নি।
* ও মদিনা বলতে পারিস (অশুদ্ধ) / ওরে ও মদিনা - গানটির ভিন্ন শিরোনাম।
৬৭৭. ও মন চল অকুল পানে- রেকর্ড (১৯৩২) শিল্পী : ধীরেন দাস ও বীণাপানি। নজরুল ইন্সটিটিউট এর ৩৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* ও মন কারো ভরসা (অশুদ্ধ) / কারো ভরসা করিসনে তুই - গানটির ভিন্ন শিরোনাম।
৬৭৮. ও মন রমজানের ঐ রোজার শেষে - রেকর্ড (১৯৩২) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* একলা ঘরে/ মা একলা ঘরে (অশুদ্ধ) / ওমা একলা ঘরে ডাকব না - গানটির ভিন্ন শিরোনাম।
৬৭৯. ওমা একলা ঘরে ডাকবো না- রেকর্ড (১৯৩৮) শিল্পী : চিত্ত রায়। নজরুল ইন্সটিটিউট এর ২৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ ও শওহর বানু/আলী কাঁন্দে - নজরুল নহে।
* প্রাচীন গীতিকার।
৬৮০. ওমা কালী সেজে (কালী সেজে) ফিরলি ঘরে-রেকর্ড (১৯৪১) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ