নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৩ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৩ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Web.nazrulsangeet.com ৫৩১. একাকিনী বিরহিণী জাগি- নাট্যগ্রন্থ : দেবী দূর্গা। রেকর্ড স্বরলিপি হয়নি। * একা ঝিলের জলে (অশুদ্ধ) / ভোরের ঝিলের জলে - গানটির ভিন্ন শিরোনাম। ৫৩২. একাদশীর চাঁদ রে ঐ- রেকর্ড (১৯৪২) শিল্পী : সত্য চৌধুরী। নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৩৩. একে একে সব মেরেছিস - গ্রন্থ : গীতিশতদল ও হারানো গানের খাতা। শিরোনাম : জাতের জাঁতিকল। ' for Hardas Banerjee' সুতরাং এইচ এম ভি কোং কে প্রদত্ত। ৫৩৪. একে এবার রোগে ধরেছে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫৩৫. একেলা গোরী জলকে চলে- রেকর্ড (১৯৩২) শিল্পী : মিস ঊষারানী। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৩৬. একেলা ঢুলিয়া ঢুলিয়া কে যায়- গ্রন্থ : গানের মালা, অপ্রকাশিত নজরুল হরফ ২য় ও হারানো গানের খাতা। ' Purnajyoti' পরে ইন্দুবালা কর্তৃক গীত কিন্তু প্রকাশিত হয়নি। ৫৩৭. এখন জানিনু আমি নহে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি ৫৩৮. এখনো ওঠেনি চাঁদ - রেকর্ড (১৯৪০) শিল্পী : কুমারী পারুল সেন। নজরুল ইন্সটিটিউট এর ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৩৯. এখনো দোলন চাঁপার বনে- সূত্র: কাফেলা। অপ্রকাশিত নজরুল, নজরুল ইন্সটিটিউট। * এখন রে তুই নামাজ পড়- তথ্যহীন। ৫৪০. এখনো মেটেনি আশা- রেকর্ড (১৯৩৪) শিল্পী : ইন্দুবালা। নজরুল ইন্সটিটিউট এর ১১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ