
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৬০ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
web. nazrulsangeet.com
৬০১. এসো। নওল কিশোর এসো এসো - রেকর্ড (১৯৪১) শিল্পী : মিনা বন্দ্যোপাধ্যায়। অখণ্ড হরফ এবং নজরুল ইন্সটিটিউট এর ২৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬০২. এসো নূপুর বাজাইয়া - রেকর্ড (১৯৩৩) শিল্পী : মিস মানিকমালা। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬০৩. এসো প্রসণে গিরিধারী- রেকর্ড (১৯৩৮) শিল্পী : নিতাই ঘটক। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬০৪. এসো প্রিয় আরো কাছে- রেকর্ড (১৯৪০) শিল্পী : জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী।
অখণ্ড হরফ এবং নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে।
৬০৫. এসো প্রিয় মন রাঙায়ে- রেকর্ড (১৯৪২)
শিল্পী : পারুল সেন (কর)। অখণ্ড হরফ এবং নজরুল ইন্সটিটিউট এর ১ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৬০৬. এসো প্রিয়তম এসো প্রাণে- নাটক: অর্জুন বিজয়। ১৯৩৭ সালে মিস প্রমোদার কন্ঠে রেকর্ড হয় কিন্তু প্রকাশিত হয়নি। স্বরলিপি হয়নি।
* এসো ফিরে (অশুদ্ধ) / এসো ফিরে প্রিয়তম - গানটির ভিন্ন শিরোনাম।
৬০৭. এসো ফিরে প্রিয়তম - পত্রিকা : বুলবুল, ফাল্গুন ১৩৪৪। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ এসো ফিরে পথিক বন্ধু- নজরুল নহে।
* গীতিকার : প্রণব রায়।
৬০৮. এসো বঁধু ফিরে এসো- রেকর্ড (১৯৩৫) আঙ্গুরবালা (টেঁপি)। ইমন মিশ্র। দাদরা। হরফের ১১শ খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ এসো বরষা রানী এস- নজরুল নহে।
* গীতিকার : প্রণব রায়।
৬০৯. এসো বসন্তের রাজা হে আমার- রেকর্ড (১৯৩৫) শিল্পী : মিস কানন বালা (ছোট)। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ এসো মন্দিরে সুন্দর হে আমার- নজরুল নহে
* গীতিকার : প্রণব রায়।
৬১০. এসো বিদ্রোহী মিথ্যা-সুদন- গ্রন্থ : বিশের বাঁশি। শিরোনাম -আত্মশক্তি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ