নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। web. nazrulsangeet.com ৫৯১. এসো এসো তব যাত্রা পথে - গ্রন্থ : চন্দ্রবিন্দু। নাটক : সাবিত্রী। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫৯২. এসো এসো পাহাড়ি ঝর্না- রেকর্ড (১৯৪১) শিল্পী : বীণা দত্ত। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৯৩. এসো এসো বন ঝর্না- মদীনা নাটকের গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * এসো এসো রস ঝরনা (অশুদ্ধ) / এসো এসো বন ঝর্না- গানটির ভিন্ন শিরোনাম। ৫৯৪. এসো এসো বুকে ধরি- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫৯৫. এসো এসো রস-লোক বিহারী- গ্রন্থ: গুলবাগিচা। ভৈরবী।একতাল। বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের ৫ম অধিবেশনের উদ্বোধন উপলক্ষে রচিত এবং কবি কর্তৃক গীত। ৫৯৬. এসো কল্যানী চির আয়ুষ্মতী - পটদীপ।ত্রিতাল। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫৯৭. এসো গো মা স্বরসতী সর্বমঙ্গলা - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫৯৮. এসো চির জনমের সাথী- রেকর্ড (১৯৩৬) শিল্পী : গিরীণ চক্রবর্তী। নবরাগ এবং নজরুল ইন্সটিটিউট এর ৪৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৯৯. এসো ঠাকুর মহুয়া বনে - রেকর্ড (১৯৪২) শিল্পী : কালীপদ সেন। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * এসো তুমি- (অশুদ্ধ) / এসো তুমি একেবারে প্রাণের পাশে- গানটির ভিন্ন শিরোনাম। ৬০০. এসো তুমি একেবারে প্রাণের পাশে- সূত্র: নজরুল এর হারানো গানের খাতা --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ