
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৮ তম পর্ব) ;
শফিক উদ্দিন আহমেদ।
web. nazrulsangeet. com
৫৮১. এসে হাওরার হাটে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এস এস হে (অশুদ্ধ)/ এস আনন্দ সুন্দর ঘনশ্যাম- গানটির ভিন্ন শিরোনাম।
* এস কালা এস কালা- তথ্যহীন।
৫৮২. এসেছি তব দ্বারে- রেকর্ড (১৯৩৪)
শিল্পী : গণি মিঞা (ধীরেন দাস)। রেকর্ড এর অপর পার্শ্বের গান- অকুল তুফানে নাইয়া কর পার। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* এস কুঞ্জে পথ ভুলি (অশুদ্ধ) / এ কুঞ্জে পথ ভুলি কোন- গানটির ভিন্ন শিরোনাম।
৫৮৩. এসেছে নবনে বুড়ো যৌবনের রাজ সভাতে- নাটক : আলেয়া। শিল্পী : জ্ঞান দত্ত। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এসেছি দেয়ালী জ্বালাতে (অশুদ্ধ) / আগুন জ্বালাতে আসিনি - গানটির ভিন্ন শিরোনাম।
✘ এসেছিল মধু যামিনী - নজরুল নহে।
* গীতিকার : প্রণব রায়।
৫৮৪. এসেছেরে অধর্মের আজ- রেকর্ড (১৯৩৬) নাটক : সুরথ উদ্ধার। স্বরলিপি হয়নি।
৫৮৫. এসো অষ্টমী পূর্ণচন্দ্র- শিরোনাম:'পূর্ণ অভিনন্দন '। মাদারীপুর শান্তি- সেনাবাহিনীর প্রধান অধ্যক্ষ পূর্ণচন্দ্র দাসের কারামুক্তি উপলক্ষে রচিত। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫৮৬. এসো আনন্দ সুন্দর ঘনশ্যাম - সূত্র : নজরুল গীতি অখণ্ড। নেটে সাদিয়া আফরিন মল্লিক এর কন্ঠে রয়েছে। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫৮৭. এসো আনন্দিতা এসো ত্রিলোক - রেকর্ড (১৯৩৫) শিল্পী : কমল দাশগুপ্ত ও অন্যান্য। নজরুল ইন্সটিটিউট এর ৪৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৫৮৮. এসো আপে বারি ডাকি- লেটো গান।
রেকর্ড স্বরলিপি হয়নি।
৫৮৯. এসো এসো এসো ওগো মরণ- গ্রন্থ : বিশের বাঁশি। মিশ্র বেলাবল। তেওড়া। পত্রিকা : বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা কার্তিক ১৩২৮ এবং প্রবর্তক,আষাঢ় ১৩৩১ (স্বরলিপি সহ)
স্বরলিপিকার- নলিনীকান্ত সরকার। রেকর্ড হয়নি।
নেটে রয়েছে - মইদুল ইসলাম এর কন্ঠে।
৫৯০. এসো এসো কাছে এসো হৃদয় রতন- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ