
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৭ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.com
৫৭১. এলো ফুলের মহলে ভ্রমরা- রেকর্ড (১৯৩৩) শিল্পী : শ্রীমতী সাহানা। স্বরলিপি হয়নি।
৫৭২. এলো বরষা শ্যাম সরসা- বেতার গীতিআলেখ্য- জীবনস্রোত। সুরদাসী মল্লার। ত্রিতাল। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এলো বৈশাখী ঝড় (অশুদ্ধ)/ এলো এলো রে বৈশাখী ঝড় - গানটির ভিন্ন শিরোনাম।
৫৭৩. এলো মিলন রাতি- রেকর্ড (১৯৪০) নাটিকা : কাফন চোরা। স্বরলিপি হয়নি।
৫৭৪. এলো রমজানেই চাঁদ- রেকর্ড (১৯৩৬) শিল্পী : রাবেয়া খাতুন। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৫৭৫. এলো এলো রে ঐ রণ-রঙ্গিনী - রেকর্ড (১৯৪২) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* এলো রে এলো রে শ্রী দুর্গা (অশুদ্ধ) / এলো রে শ্রী দুর্গা - গানটির ভিন্ন শিরোনাম।
৫৭৬. এলো রে শ্রী দুর্গা - রেকর্ড (১৯৪২) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* এলো শবেবরাত (অশুদ্ধ) / এল এল শবেবরাত - গানটির ভিন্ন শিরোনাম।
৫৭৭. এলো শারদশ্রী কাশ কুসুম বসনা- বেতার গীতিচিত্র- শারদশ্রী (১ম গান)। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫৭৮. এলো শিবানী উমা এলো- রেকর্ড (১৯৪৩) শিল্পী : সত্য চৌধুরী এন্ড পার্টি। নজরুল ইন্সটিটিউট এর ৫৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৫৭৯. এলো শোকের সেই মোহররম - রেকর্ড (১৯৩৩) শিল্পী : মহম্মদ কাশেম। নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৫৮০. এলো শ্যামল কিশোর- রেকর্ড (১৯৩৪) শিল্পী : সুধীর দত্ত। সুরলিপি, অখণ্ড এবং নজরুল ইন্সটিটিউট এর ২৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* এস এস রস ঝরনা (অশুদ্ধ) / এস এস বন ঝরণা- গানটির ভিন্ন শিরোনাম।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ