নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৬ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৬ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. ৫৬১. এলো এলো রে বৈশাখী ঝড় - রেকর্ড (১৯৩৪) শিল্পী : পারুল সেন। নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৬২. এলো এলো শবেবরাত - রেকর্ড (১৯৩৬) শিল্পী : সাকিনা বেগম (আশ্চর্যময়ী)। গ্রন্থ: অপ্রকাশিত নজরুল হরফ। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * এল ঐ পূর্ণিমা চাঁদ/ এলো আজি পূর্ণ শশী - (অশুদ্ধ) / এলো ঐ পূর্ণ শশী ফুল জাগানো- গানটির ভিন্ন শিরোনাম। ৫৬৩. এলো ঐ পূর্ণ শশী ফুল জাগানো- রেকর্ড (১৯৩৫) শিল্পী : কুমারী বেবী (আশরাফী খানম)। অখণ্ড হরফ এবং নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৬৪. এলো ঐ বনান্তে পাগল বসন্তের - রেকর্ড (১৯৩৫) শিল্পী : মিস হরিমতী। অখণ্ড এবং নজরুল ইন্সটিটিউট এর ১৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * এল ঐ রণ রঙ্গিনী/ এলো ঐ শ্রীচন্ডী (অশুদ্ধ) / এলো রে এলো ঐ রণ রঙ্গিনী- গানটির ভিন্ন শিরোনাম। ৫৬৫. এলো ঐ শারদ রাতি- সূত্র: নজরুল গীতি অখণ্ড। পুরিয়া ধানেশ্রী। কাহারবা। নেটে পরিলক্ষিত। * এলো কে এলো কে- (অশুদ্ধ) / নিখিল ঘুমে অচেতন - গানটির ভিন্ন শিরোনাম। ৫৬৬. এলো কৃষ্ণ কানাইয়া - রেকর্ড (১৯৩৪) শিল্পী : আঙ্গুরবালা। নজরুল ইন্সটিটিউট এর ১৭তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৬৭. এলো খোঁপায় পরিয়ে দে- চলচ্চিত্র : পাতালপুরী। রেকর্ড স্বরলিপি হয়নি। ✘ এলো রে জীবন দেবতা- নজরুল নহে। * গীতিকার : প্রণব রায়। ৫৬৮. এলো ঝড়, এলো ঝড়- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫৬৯. এলো ফুল- দোল ওরে - রেকর্ড (১৯৩৪) শিল্পী: মাস্টার কমল (ক.দা. গুপ্ত)। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫৭০. এলো ফুলের মরশুম - রেকর্ড (১৯৩২) শিল্পী : সুধীরা সেনগুপ্ত। নজরুল ইন্সটিটিউট এর ৬ষষ্ঠ খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ