
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫৪ তম পর্ব)
শফিক উদ্দিন আহমেদ।
Website. nazrulsangeet. com
৫৪১. এত কথা কিগো কহিতে জানে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : ধীরেন দাস। নজরুল ইন্সটিটিউট এর ৬ষ্ঠ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৫৪২. এত করে বুঝাইলাম তবু- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ এত ঘুম যে ( ঘুম নয়) সই- নজরুল নহে।
* গীতিকার : অজ্ঞাত। অন্য গীতিকারের গান।
৫৪৩. এত জল ও কাজল চোখে- রেকর্ড (১৯২৮/১৯৩৬) শিল্পী : আঙ্গুরবালা। সুরমুকুর ও নজরুল ইন্সটিটিউট এর ৫ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৫৪৪. এত দিনে ধরা দিলে- নাট্যগ্রন্থ : অর্জুন বিজয়। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ এনেছি আমার শত জনমের প্রেম- নজরুল নহে। * গীতিকার : মোহিনী চৌধুরী। সুরকার: শৈলেশ দাসগুপ্ত।
৫৪৫. এত বড় নাম, নাহি বলিবার পারি- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
* এনেছি রুপের সুরা (অশুদ্ধ) / এনেছ রুপের সুধা- গানটির ভিন্ন শিরোনাম।
৫৪৬. এনেছ রূপের সুধা তনুর পেয়ালা ভরি- সূত্র:নজরুল সঙ্গীতের রুপকার, আসাদুল হক, নজরুল ইন্সটিটিউট।
* এনেছি নতুন খেজুর রস (অশুদ্ধ) / নতুন খেজুর রস এনেছি- গানটির ভিন্ন শিরোনাম।
৫৪৭. এবার নবীন মন্ত্রে হবে- রেকর্ড (১৯৪৩) শিল্পী : সত্য চৌধুরী। নজরুল ইন্সটিটিউট এর ৪৯তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৫৪৮. এবার যখন উঠবে সন্ধ্যা তারা- গ্রন্থ : বুলবুল ২য় খন্ড। রেকর্ড স্বরলিপি হয়নি।
৫৪৯. এবারের পূজা মাগো দশভূজা- নাট্যগ্রন্থ : ব্ল্যাক আউট। রেকর্ড (১৯৪১) শিল্পী : রঞ্জিত রায়। স্বরলিপি হয়নি। রেকর্ড এন.২৭২০৬.
৫৫০. এবারের পূজা মাগো দশভুজা - নাটক- " এবারের পূজা "- কিঞ্চিৎ ভিন্ন পাঠ হিসেবে
(রেকর্ড এন.২৭২০৬) স্বতন্ত্র গান হিসেবে বিবেচিত।) রেকর্ড ও নাটকের গানের বাণীর মধ্যে পার্থক্য রয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ