নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫২ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet.চম * এই ক্ষুদ্র কারায় কভু কি ভয়াল ভৈরব - রেকর্ড - এন ২৭৮৮১. বিষদ তথ্যহীন। ৫২১. এই সুন্দর ফুল সুন্দর ফল- রেকর্ড (১৯৩৯) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫২২. এক বানেরে পিশাচ করিব সংহার - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫২৩. একটুখানি দাও অবসর ( মোরে একটুখানি দাও অবসর) রেকর্ড (১৯৩৫) শিল্পী : পদ্মরাণী গাঙ্গুলী। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * একটু বসতে দিও (অশুদ্ধ) / একটুখানি দাও অবসর - গানটির ভিন্ন শিরোনাম। ৫২৪. এক ডালি ফুল ওরে- নাট্যগ্রন্থ : মহুয়া। তিলক-কামোদ- দেশ। রেকর্ড স্বরলিপি হয়নি। তবে ব্রহ্ম মোহন ঠাকুর কর্তৃক নজরুল ইন্সটিটিউট এর নজরুল রাগ ভাবনা গ্রন্থে আংশিক স্বরলিপি হয়েছে। ৫২৫. একদা এক হাড়ের গলায়- রেকর্ড (১৯৩৩) খোকার গল্প বলা (নক্সা)। এক চরণের গান। স্বরলিপি হয়নি। ৫২৬. একদা তুমি আগা - কমিক গান। শিরোনাম - আগা মুর্গী লেকে ভাগা। সুর- একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে- রবীন্দ্র সঙ্গীত এর সুর। ✘ একদা তুমি প্রিয়ে - নজরুল নহে। গীতিকার : রবীন্দ্রনাথ ঠাকুর। ৫২৭. একদা সব সুরাসুরের- নাটক - সতী। অপ্রকাশিত নজরুল ২য় খন্ড। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫২৮. একলা গানের পায়রা উড়াই- সঙ্গীতালেখ্য- কাফেলা। (মরু দেশের সঙ্গীত)। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫২৯. একলা জাগি তোমার বিদায় বেলায়- গ্রন্থ : হারানো গানের খাতা। পান্ডুলিপিতে লেখা - for Gopal Sen. Hmv. চুক্তিপত্র। * একলা ঢুলিয়া ঢুলিয়া (অশুদ্ধ) / একেলা ঢুলিয়া ঢুলিয়া কে যায়- গানটির ভিন্ন শিরোনাম। ৫৩০. একলা ভাসাই গানের কমল- রেকর্ড (১৯৩৪) শিল্পী : ধীরেন দাস। নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ