নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫০ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Website. nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৫০ তম পর্ব) : --- শফিক উদ্দিন আহমেদ। Website. nazrulsangeet. com ৫০১. এ দুর্দিন রবে না তোর- নাট্যগ্রন্থ : দেবী দূর্গা। রেকর্ড স্বরলিপি হয়নি। ৫০২. এ দেবদাসীর পূজা লহ- রেকর্ড (১৯৩৯) শিল্পী : পদ্মরাণী চ্যাটার্জি। নজরুল ইন্সটিটিউট এর ৫৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ এ ধনী কর অবধান- নজরুল নহে। * গীতিকার. বিদ্যাপতি। ৫০৩. এ নহে বিলাস বন্ধু- রেকর্ড (১৯৩২) শিল্পী : মিস বীণাপানি। সুরমুকুর এবং নজরুল ইন্সটিটিউট এর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫০৪. এ বাসী বাসরে আসিলে- রেকর্ড (১৯৩০) শিল্পী : হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ২৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৫০৫. এই আমাদের বাংলাদেশ - রেকর্ড (১৯৩৪) নাটিকা: প্রতাপাদিত্য। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ এই আরতি নৃত্যের ভঙ্গিতে - নজরুল নহে। * গীতিকার : অনীল ভট্টাচার্য। ৫০৬. এই কাঞ্চন নগরের বাদশা- নাটক: মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি। * একলা ঘরে/ মা একলা ঘরে (অশুদ্ধ)/ ওমা একলা ঘরে- গানটির ভিন্ন শিরোনাম। ৫০৭. এই কিরে সেই আর্যাবত- সূত্র: বাংলা সাহিত্যে নজরুল। গানটি উদ্ধার করা সম্ভব হয়নি। * একি রে সেই আর্যাবত (অশুদ্ধ)/ এই কিরে সেই - গানটির ভিন্ন শিরোনাম। ৫০৮. এই গাধার খাটুনির চেয়ে (অনেক ভালো দাদার বাড়ি)- রেকর্ড (১৯৪০) শিল্পী : রাধারাণী ও গোপাল ভট্টাচার্য। স্বরলিপি হয়নি। ৫০৯. এই তো তোমার কমলা বাছুরী- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। * এই জীবনের আঙিনাতে- তথ্যহীন। ৫১০. এই দেশ কার তোর নহে আর- গ্রন্থ : সর্বহারা। রাগ- দেশকার। ত্রিতাল। অপ্রচলিত। গবেষক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারফত শিল্পী শফিক উদ্দিন আহমেদ Shafique Ahmed Gaan চ্যানেল এ সংগৃহীত। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ