নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪৩ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪৩ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।। nazrulsangeet. com ৪৩১. আসে রজনী সন্ধ্যামণির- রেকর্ড (১৯৩৪) শিল্পী : পারুল সেন। বেণুকা এবং নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৪৩২. আসে রে ঐ ভারত আকাশে- সূত্র: পান্ডুলিপি। শিরোনাম : জাগিছে জনগণ। রেকর্ড স্বরলিপি হয়নি। ৪৩৩. আহমদের ঐ মীমের পর্দা- রেকর্ড (১৯৩২) শিল্পী : ফকরে আলম কাওয়াল। নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৪৩৪. আহা কি ফুল ফুটেছে - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৪৩৫. আহা রাধা সুন্দরী - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৪৩৬. আহারে বাঁশি রাধা নামে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৪৩৭. আহা সুনীল নীরদে- নাট্যগ্রন্থ : মধুমালা। রেকর্ড স্বরলিপি হয়নি। ৪৩৮. আহার দেবেন তিনিই রে মন- রেকর্ড (১৯৩৮) শিল্পী : কে. মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে। ৪৩৯.ইন্দ্রজিৎ মোর নাম- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৪৪০. ইয়া আল্লাহ তুমি রক্ষা কর- রেকর্ড (১৯৪০) শিল্পী : গোলাম হায়দার এন্ড পার্টি। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। * ইয়া ইলাহি (অশুদ্ধ) / য়্যা এলাহী - গানটির ভিন্ন শিরোনাম। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ