
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪৯ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
nazrulsangeet. com
৪৯১. এ কোথায় আসিলে হায়- গ্রন্থ : গুলবাগিচা ও গীতিশতদল। কাফি মিশ্র- কার্ফা। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৯২. এ কোন পাগল পথিক ছুটে এলো- গ্রন্থ: বিশের বাঁশি। মেঘ-ছায়ানট। দাদরা। রচনা স্থান ও কাল: কুমিল্লা,শ্রাবণ -ভাদ্র,১৩২৮।
রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৯৩. এ কোন মধুর শরাব দিলে - রেকর্ড (১৯৩৭) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ২৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৯৪. এ কোন মায়ায় ফেলিলে আমায়- রেকর্ড (১৯৩৮) শিল্পী : কুমারী রেণুকা রায়। নজরুল ইন্সটিটিউট এর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৯৫. এ ঘন ঘোর রাতে- রেকর্ড (১৯৪০) শিল্পী : জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। সুরমল্লার। ত্রিতাল। নজরুল ইন্সটিটিউট এর ৩০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ এ ঘোর বরিষায়- নজরুল নহে।
* গীতিকার : সুরেন চক্রবর্তী।
৪৯৬. এ ঘোর শ্রাবণ দিন কাটে কেমনে- গ্রন্থ: নজরুল গীতি অখণ্ড (হরফ)। জয়জয়ন্তী।
রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৯৭. এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে - রেকর্ড (১৯৩৫) শিল্পী : সুষমা দে। নজরুল ইন্সটিটিউট এর ৩৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৯৮. এ জনমে মোদের মিলন- রেকর্ড (১৯৩২) শিল্পী : ধীরেন্দ্রনাথ দাস। নজরুল ইন্সটিটিউট এর ৩৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৯৯. এ তো একা চন্দ্রমণি- নাট্যগ্রন্থ ও নাটক : মধুমালা।
শিল্পী : মানিকমালা। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ এতো ঘুম যে সই- নজরুল নহে। অন্য গীতিকার অথবা - এতো ঘুম নয় সই - গানটির ভিন্ন শিরোনাম।
৫০০. এতো ঘুম নয় সই- রেকর্ড (১৯৩৪) শিল্পী : শিল্পী : পদ্মরাণী চট্টপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ