
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪২ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
rulsangeet.com.
৪২১. আসিছেন হাবিবে খোদা- রেকর্ড (১৯৩৫) শিল্পী : মহম্মদ কাশেম ও আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪২২. আসিবে তুমি জানি প্রিয় - পটমঞ্জরী। ত্রিতাল। রেকর্ড হয়ে বাতিল হয়। বেতারে নিতাই ঘটক গেয়েছিলেন। সঙ্গীতাঞ্জলি ১ম খন্ডে স্বরলিপি হয়।
৪২৩. আসিয়া কাছে গেলে ফিরে- রেকর্ড (১৯৪০) শিল্পী : দীপালি তালুকদার। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে।
৪২৪. আসিলে এ ভাঙ্গা ঘরে- রেকর্ড (১৯৩২) শিল্পী : আঙ্গুরবালা।। নজরুল ইন্সটিটিউট এর ১১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪২৫. আসিলে কে অতিথি সাঁঝে- গ্রন্থ : চোখের চাতক ও নজরুল গীতিকা। ভুপালী। আদ্ধা কাওয়ালী। শ্রেণী: খেয়াল। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪২৬. আসিলে কে গো অতিথি - গ্রন্থ: জিঞ্জির। ১৯২৭ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের প্রথম বার্ষিক সম্মেলনের উদ্বোধন গীতি হিসেবে কবি কর্তৃক রচিত ও গীত। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪২৭. আসিলে কে গো বিদেশি - রেকর্ড শিল্পী : পারুল বালা। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪২৮. আসুন আসুন আসুন রাজন- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪২৯. আসুন হে দ্বিজবর, বসুন- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৩০. আসে বসন্ত ফুলবনে- রেকর্ড (১৯৩৩) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৫ম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ