
শুদ্ধি নজরুল সঙ্গীত অনুসন্ধান - ৪৭ তম পর্ব
৪৭১. উম্মত আমি গুনাহগার - গ্রন্থ: গুলবাগিচা। রেকর্ড (১৯৩৪) শিল্পী : মি.সেখ মোহন। সিন্ধু-ভৈরবী। কার্ফা। স্বরলিপি হয়নি।
* উমা কোই গিরিরাজ(অশুদ্ধ) / আমার উমা কোই গিরিরাজ - গানটির ভিন্ন শিরোনাম।
* উহ করকে আয়েভি- তথ্যহীন।
৪৭২. উলটে গেল বিধির বিধি ( দে গরুর গা ধুইয়ে)- গ্রন্থ : চন্দ্রবিন্দু। রেকর্ড স্বরলিপি হয়নি।
* উলটা বুঝলি রাম (অশুদ্ধ)/ ও তুই উলটা বুঝলি - গানটির ভিন্ন শিরোনাম।
৪৭৩. ঊষা এলো চুপিচুপি - রেকর্ড (১৯৩৮) শিল্পী : সুখময় গাঙ্গুলি। চলচ্চিত্র - গোরা। নজরুল ইন্সটিটিউট এর ৪৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
✘ উলু বোলে বাপরে বাপ/ কহে সাপ- নজরুল নহে।
* বাংলা প্রাচীন ছড়া।
৪৭৪. এ আঁখিজল মোছ প্রিয়া- রেকর্ড (১৯৩১) শিল্পী: ইন্দুবালা। নজরুল স্বরলিপি, সুরমুকুর এবং নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৭৫. একি অপরুপ যুগল মিলন- নাট্যগ্রন্থ : বিষ্ণুপ্রিয়া। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪৭৬. একি অপরুপ রুপে মা তোমায়- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মাস্টার কমল। সুরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ৫৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৭৭. একি অপরুপ রুপের কুমার- রেকর্ড (১৯৩৬) শিল্পী : রেণু বসু। নজরুল সুরলিপি ( নজরুল সুরলিপি একাডেমির) ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৭৮. একি অসীম পিয়াসা- রেকর্ড (১৯৩৬) শিল্পী : কুমারী বিজন বালা ঘোষ (কালি)। নজরুল ইন্সটিটিউট এর ১৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* একি ঈদের চাঁদ গো (অশুদ্ধ) / ওকি ঈদের চাঁদ গো- গানটির ভিন্ন শিরোনাম।
৪৭৯. একি এ মধু শ্যাম বিরহে- রেকর্ড (১৯৪০) শিল্পী : দীপালি তালুকদার। নজরুল ইন্সটিটিউট এর ৩৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪৮০. একি! একি বিপদ! - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ