নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৩৮ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। YouTube. Shafique Ahmed Gaan.

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৩৮ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। YouTube. Shafique Ahmed Gaan. Web. nazrulsangeet.চম * আর কতদিন মহামায়া (অশুদ্ধ) / আমায় আর কতদিন - গানটির ভিন্ন শিরোনাম। ৩৮১. আর কতদিন থাকবো দুখে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৩৮২. আর কত দুখ দেবে- রেকর্ড শিল্পী ১. ভবানী দাস /১৯৪০. ২. মৃণালকান্তি ঘোষ /১৯৪৮. নজরুল ইন্সটিটিউট এর ১৮ এবং ৪৮ খণ্ডে স্বরলিপি হয়েছে। ✘ আর কিগো ফিরে আসিবে না- নজরুল নহে। *গীতিকার : জিতেন মিত্র। ৩৮৩. আর কিছু তো জানিনে মা- রেকর্ড (১৯৪১) শিল্পী : হরেন্দ্রনাথ চট্টপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৫৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ✘ আর কোন গুন নাই মা- নজরুল নহে। *গীতিকার : সুশীল ঘোষ। ৩৮৪. আর বাঁশি (২) বাজাওনা কালিয়া- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৩৮৫. আর বাঁশি বাজাওনা শ্যাম হে- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। ৩৮৬. আর লুকাবি কোথায় মা কালী- রেকর্ড (১৯৩২) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। এবং পান্নালাল ভট্টাচার্য। নজরুল স্বরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ৫৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৩৮৭. আরক্ত কিংশুক কাঁপে- গীতিনাট্য - মদিনা। রেকর্ড স্বরলিপি হয়নি। ✘ আরতি নাও মরমের অধরে- নজরুল নহে। *গীতিকার : হেমেন রায়। * আরতি প্রদীপ জ্বালি- তথ্যহীন। ৩৮৮. আরে আরে সখী বারবার ছি ছি - গ্রন্থ: পূবের হাওয়া। রেকর্ড স্বরলিপি হয়নি। ৩৮৯. আরে পঙ্খীরাজের বাচ্চা আমার- রেকর্ড (১৯৪২) শিল্পী : রঞ্জিত রায়। নজরুল ইন্সটিটিউট এর ৫৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। ৩৯০. আরে হাঁ বালা উমরী,কুমরী পোকা- রেকর্ড (১৯৪১) শিল্পী : রঞ্জিত রায়। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ