
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪০ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ।
www.nazrulsangeet.com
৪০১. আল্লা নামের শিরনী তোরা- রেকর্ড (১৯৪১) শিল্পী: দেলোয়ার হোসেন ও আশরাফ আলী। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪০২. আল্লা বলে কাঁদ বারেক- রেকর্ড (১৯৪০) শিল্পী : মাস্টার মোহন। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪০৩. আল্লা রসুল তরু আর ফুল- রেকর্ড (১৯৪১) শিল্পী : দেলোয়ার হোসেন ও আশরাফ আলী। স্বরলিপি হয়নি।
৪০৪. আল্লাকে যে পাইতে চায়- রেকর্ড (১৯৪১) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৫৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪০৫. আল্লাজী আল্লাজী রহম কর- রেকর্ড (১৯৪০) শিল্পী : আশরাফ আলী। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪০৬. আল্লাজী গো আমি বুঝিনা- রেকর্ড (১৯৪০) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪০৭. আল্লাতে যার পূর্ণ ঈমান - রেকর্ড (১৯৪১) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪০৮. আল্লার নাম জপিও ভাই- রেকর্ড (১৯৪০) শিল্পী : গোলাম হায়দার এন্ড পার্টি ( গিরীণ চক্রবর্তী)। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪০৯. আল্লার নাম মুখে যাহার- রেকর্ড (১৯৪০) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪১০. আল্লার নাম লইয়া বান্দা- রেকর্ড (১৯৪০) শিল্পী : আশরাফ আলী। নজরুল ইন্সটিটিউট এর ১৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আল্লার রহম (গানের শিরোনাম নহে)/ গীতিনাট্য এর শিরোনাম।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ