
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৪১ তম পর্ব) :
শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com
৪১১. আল্লাহ আমার প্রভূ- রেকর্ড (১৯৩৩) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৪৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৪১২. আল্লাহ থাকেন দূর আরশে- রেকর্ড (১৯৩৯) শিল্পী : আব্দুল লতিফ। স্বরলিপি হয়নি।
৪১৩. আল্লাহ রসুল জপের গুনে- রেকর্ড (১৯৩৯) শিল্পী : আব্দুল লতিফ। নজরুল ইন্সটিটিউট এর ৩০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আল্লা রসুল জপরে (অশুদ্ধ) / আল্লাহ রসুল জপের গুনে- গানটির ভিন্ন শিরোনাম।
৩১৪. আল্লাহ রসুল বোলরে মন- রেকর্ড (১৯৩৯) শিল্পী : আব্দুল লতিফ। নজরুল ইন্সটিটিউট এর ১৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আল্লাহু আল্লাহু (অশুদ্ধ) / ফুলে পুছিনু বল- গানটির ভিন্ন শিরোনাম।
৪১৫. আলো আঁধারে ফুটলো যে ফুল- গ্রন্থ ও সূত্র: নজরুল গীতি অখণ্ড (হরফ)। রেকর্ড স্বরলিপি হয়নি।
✘ আলো ছায়া দোলে- নজরুল নহে।
*গীতিকার : শৈলেন রায়।
৪১৬. আশক ও মাশক চলো মিল কর হস- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মিস রাজলক্ষ্মী ও জ্ঞান দত্ত। স্বরলিপি হয়নি।
৪১৭. আশা নিরাশায় দিন কেটে যায়- রেকর্ড (১৯৪৬) শিল্পী : গৌরী চট্টপাধ্যায়। স্বরলিপি হয়নি।
৪১৮. আশা পথে চাইব কত- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি।
৪১৯.
0 মন্তব্যসমূহ