নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৩৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ।

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৩৯ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। nazrulsangeet. com ৩৯১. আরো কতদিন বাকি- রেকর্ড (১৯৪১) শিল্পী : মীনা বন্দ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে। * আরো কত দুখ দেবে (অশুদ্ধ) / আর কত দুখ দেবে- গানটির ভিন্ন শিরোনাম। ৩৯২. আরো কত দূর- রেকর্ড (১৯৩৯) শিল্পী : সরযূ বালা। স্বরলিপি হয়নি। ৩৯৩. আরো নূতন নূতনতর শোনাও গীতি- গ্রন্থ: নজরুলগীতিকা। শ্রেণী- গজল। রেকর্ড স্বরলিপি হয়নি। ৩৯৪. আর্শীতে তোর নিজের রুপই- রেকর্ড (১৯৩৭) শিল্পী : সিদ্ধেশ্বর মুখার্জি। নজরুল ইন্সটিটিউট এর ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে। ৩৯৫. আলগা করগো খোঁপার বাঁধন - গ্রন্থ: বনগীতি। গানটির প্রামান্য সুর পাওয়া যায়নি। পরবর্তীতে বানানো হয়েছে। হরফ ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে। * আলয়ে আজ মহালয়া (অশুদ্ধ) / ওরে আলয়ে আজ মহালয়া গানটির ভিন্ন শিরোনাম। ৩৯৬. আলাপের যে ফুরসতই নেই- রেকর্ড (১৯৩৫) শিল্পী : আশ্চর্যময়ী ও তুলসী লাহিড়ী। স্বরলিপি হয়নি। ৩৯৭. আল্লা আমার মাথার মুকুট - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। আল্লা নাম পাগল মোরা- তথ্যহীন। ৩৯৮. আল্লা নামের দরখতে ভাই- রেকর্ড (১৯৪০) শিল্পী : অনন্তবালা বৈষ্ণবী। স্বরলিপি হয়নি। * আল্লা নামের বরকতে (অশুদ্ধ) / আল্লা নামের দরখতে ভাই- গানটির ভিন্ন শিরোনাম। ৩৯৯. আল্লা নামের নায়ে চড়ে- রেকর্ড (১৯৪১) শিল্পী : নীলম খাতুন। ৪০০. আল্লা নামের বীজ বুনেছি- (আমি)- রেকর্ড (১৯৪১) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৩৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। --- চলমান থাকবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ