নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান



 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (২০ তম পর্ব) : ------------------------------------শফিক উদ্দিন আহমেদ। 

২০১. আমার গানের বুলবুলিরা- রেকর্ড, স্বরলিপি হয়নি।

*আমার গানের বুলবুলি - (অশুদ্ধ)/ ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে- গানটির ভিন্ন শিরোনাম। 

২০২. আমার গানের মালা - রেকর্ড (১৯৩৫) শিল্পী : গোপাল সেন। নজরুল ইন্সটিটিউট এর ১৭ নং খন্ডে স্বরলিপি হয়েছে। 

২০৩. আমার গীতের সুর ও লহরী- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 

২০৪. আমার ঘরের পাশ দিয়ে। গ্রন্থ- ছায়ানট। শিরোনাম - প্রতিবেশিনী। রেকর্ড, স্বরলিপি হয়নি। 

* আমার ঠনঠনিয়ার চটি- (অশুদ্ধ) / ওরে আমার চটি- গানটির ভিন্ন শিরোনাম। 

২০৫. আমার ঘরের মলীন দীপালোকে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : শীলা সরকার। নজরুল ইন্সটিটিউট এর ১৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

২০৬. আমার দুখের বন্ধু তোমার কাছে- গ্রন্থ : চোখের চাতক। ছায়ানট কেদার। একতাল। আদি রেকর্ড স্বরলিপি হয়নি। শিল্পী ফিরোজা বেগম গেয়েছেন। স্বরলিপি হয়নি। 

✘ আমার দিনতো গেল সন্ধ্যা হ'ল- নজরুল সঙ্গীত নহে। 

গীতিকার : ফিকির চাঁদ।

২০৭. আমার দেওয়া ব্যথা ভোলো- রেকর্ড (১৯৩৪) শিল্পী: মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

২০৮. আমার ধ্যানের ছবি আমার হজরত - রেকর্ড (১৯৩৬) শিল্পী : রৌশন আরা বেগম (ঊষা)।  নজরুল ইন্সটিটিউট এর ৩১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* আমার নবী আল আরবী (অশুদ্ধ) / মোদের নবী আল আরবী - গানটির ভিন্ন শিরোনাম। 

* আমার নবী প্রিয় (অশুদ্ধ) / তোমায় যেমন করে ডেকেছিল- গানটির ভিন্ন শিরোনাম। 

২০৯. আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা- রেকর্ড (১৯৩৩) শিল্পী : গোপাল সেন। নজরুল সুরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ৪৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

২১০. আমার নয়নে নয়ন রাখি- রেকর্ড (১৯৩৩) শিল্পী : কে মল্লিক। মালবশ্রী। কার্ফা। নজরুল ইন্সটিটিউট এর ১১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ