সকাল সাঁঝে প্রভু সকল কাজে- নজরুল সঙ্গীত। YouTube. Shafique Ahmed Gaan. Website. nazrulsangeet. com
নাটক: রুপকথা। তাল: কাহারবা। রেকর্ড (১৯৩৭) শিল্পী : মৃণালকান্তি ঘোষ।
হরফ প্রকাশনীর ষষ্ঠ ও নজরুল ইন্সটিটিউট এর ৩০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
বি: দ্র: "রুপকথা" নাটকটির সন্ধান পাওয়া যায়নি।
গানের সম্পূর্ণ লিরিক :
*****************
সকাল সাঁঝে প্রভু সকল কাজে উঠুক তোমারি নাম- বেজে উঠুক তোমারি নাম।
নিশীথ রাতে তারার মতো উঠুক তোমারি নাম-
বেজে উঠুক তোমারি নাম।।
তরুর শাখায় ফুলের সম
বিকশিত হোক (প্রভু) তব নাম নিরুপম,
সাগর মাঝে তরঙ্গ সম বহুক তোমারি নাম।।
পাষাণ শিলায় গিরি নির্ঝর সম বহুক তোমারি নাম
অকূল সমুদ্রে ধ্রুবতারা সম জাগি রহুক তোমারি নাম
শ্রাবণ দিনে বারি ধারার মত
ঝরুক ও নাম প্রভু অবিরত
মানস কমল বনে মধুকর সম লুটুক তোমারি নাম।।
0 মন্তব্যসমূহ