শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১৯ তম পর্ব) :
--শফিক উদ্দিন আহমেদ(Shafique Ahmed Gaan)
১৯১. আমার এই রুপ আগুনে - লেটো গান। ✪ রেকর্ড স্বরলিপি হয়নি।
১৯২. আমার কথা লুকিয়ে থাকে- রেকর্ড (১৯৪২) শিল্পী : সুশীল চট্টপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১৯৩. আমার কান দুটো ধরে বলে গেছে- লেটো গান। ✪রেকর্ড স্বরলিপি হয়নি।
১৯৪. আমার কালী বাঞ্চা কল্পতরু - রেকর্ড (১৯৪৩) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ২২তম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আমার কালো মেয়ের পায়ের (অশুদ্ধ)/ কালো মেয়ের পায়ের - গানের ভিন্ন শিরোনাম।
১৯৫. আমার কালো মেয়ে পালিয়ে - রেকর্ড (১৯৩৭) শিল্পী : কুমারী বিজন ঘোষ (কালী)। নজরুল ইন্সটিটিউট এর ২১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১৯৬. আমার কালো মেয়ে রাগ করেছে- রেকর্ড (১৯৩৮) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল সুরলিপি ১০ম এবং নজরুল ইন্সটিটিউট এর ৩৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১৯৭. আমার কোন কূলে আজ ( কোন কূলে আজ)- রেকর্ড (১৯৩২) শিল্পী : ধীরেন্দ্রনাথ দাস। নজরুল স্বরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ২১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১৯৮. আমার খোকার মাসী (ওগো)- রেকর্ড (১৯৩৪) শিল্পী : রঞ্জিত রায়। ✪ স্বরলিপি হয়নি।
১৯৯. আমার গলার হার খুলে লে - লেটো গান। ✪রেকর্ড স্বরলিপি হয়নি।
২০০. আমার গহীন জলের নদী- রেকর্ড (১৯৩২) শিল্পী : ধীরেন দাস। নজরুল স্বরলিপি এবং নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ