নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১৮ তম পর্ব) : শফিক উদ্দিন আহমেদ। Website. nazrulsangeet. com


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১৮ তম পর্ব) : 

- শফিক উদ্দিন আহমেদ(Shafique Ahmed Gaan)

১৮১. আমায় রাখিসনে আর ধরে (মোরে রাখিসনা)- রেকর্ড (১৯৩৪) শিল্পী : সমর রায়। নজরুল ইন্সটিটিউট এর ৫৬ অম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৮২. আমার অসাধ্য কি আছে ধর্ম রাজন - লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 

১৮৩. আমার অহংকারের মূল কেটে দে- রেকর্ড (১৯৪৯) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৮৪. আমার আছে অসীম আকাশ- রেকর্ড (১৯৪০) শিল্পী : পারুল সোম। স্বরলিপি হয়নি। 

১৮৫. আমার আছে এই ক'খানি গান- রেকর্ড (১৯৩৮) শিল্পী : গীতা বসু। নজরুল ইন্সটিটিউট এর ১০ ম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৮৬. আমার আনন্দিনী উমা আজো- রেকর্ড (১৯৩৭) শিল্পী : কে মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ২৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৮৭. আমার আপনার চেয়ে আপন যে জন - গ্রন্থ: ছায়ানট। রাগ: শাওন। তাল: কাওয়ালী। হিন্দোল-২য় খন্ডে স্বরলিপি হয়েছে এবং নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত ক্যাসেটে শিল্পী বেদারউদ্দিন এর গাওয়া সুরের সাথে সামঞ্জস্য রয়েছে যা প্রচলিত সুর থেকে ভিন্নতা রয়েছে। 

১৮৮. আমার উমা কই গিরিরাজ- রেকর্ড (১৯৩৭) শিল্পী : কে মল্লিক। নজরুল ইন্সটিটিউট এর ২৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৮৯. আমার এ না যাত্রী না লয়- রেকর্ড (১৯৩২) শিল্পী : বিমল গুপ্ত। সুরমুকুর ও নজরুল ইন্সটিটিউট এর ৩৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৯০. আমার এই টাটকা লুচি- লেটো গান। রেকর্ড স্বরলিপি হয়নি। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ