শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১৪ তম পর্ব) :
--- শফিক উদ্দিন আহমেদ। (Shafique Ahmed Gaan)
শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান কার্যে বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত অশুদ্ধতা সম্পর্কেও ওয়াকিবহাল থাকা প্রয়োজন। শুদ্ধ নজরুল সঙ্গীত তথা কোনও গান তা আদৌ নজরুল সঙ্গীত কিনা সেইসাথে শুদ্ধ নজরুল সঙ্গীত বিষয়ক এতদ সংক্রান্ত জরুরি কিছু তথ্যাদি উপস্থাপন স্বরুপ নিবেদন :
* আজ বাদল ঝরে (অশুদ্ধ)/ আজি বাদল ঝরে- গানটির ভিন্ন শিরোনাম।
১২১. আজি পড়িয়ে বিপাকে অনুরোধ তোমাকে- নজরুল এর লেটো গান। রেকর্ড স্বরলিপি হীন।
১২২.আজি পিয়াল ডালে বাঁধো- রেকর্ড (১৯৩৮) শিল্পী : বীণা দত্ত ও ভক্তিরঞ্জন রায়। নজরুল ইন্সটিটিউট এর ৩৬ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১২৩. আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা- পিলু বারোয়া ঠুমরী। রেকর্ড স্বরলিপি হয়নি।
১২৪. আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে- কীর্তন। রেকর্ড স্বরলিপি হয়নি। তবে প্রচলিত সুর রয়েছে।
১২৫. আজি বাদল বঁধু এলো শ্রাবণ সাঁঝে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : কুমারী গীতা বসু। নজরুল ইন্সটিটিউট এর ৪০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১২৬. আজি মধুর গগন মধুর পবন- (হিন্দী)- রেকর্ড (১৯৩৭) শিল্পী : গিরীণ চক্রবর্তী। নজরুল ইন্সটিটিউট এর ৪১ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১২৭. আজি মনে মনে লাগে হোরী- রেকর্ড (১৯৪০) শিল্পী : বেচু দত্ত। পিলু খাম্বাজ। কার্ফা। হরফ-১ এবং নজরুল ইন্সটিটিউট এর ২য় খন্ডে স্বরলিপি হয়েছে।
১২৮. আজি মিলন বাসর প্রিয়া- রেকর্ড (১৯৩৩) শিল্পী : ধীরেন দাস ও বীণাপানি। নজরুল ইন্সটিটিউট এর ১২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১২৯. আজি রক্ত নিশি ভোরে- রাগ মল্লার। তেওড়া। রেকর্ড নাই। হরফ ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে।
১৩০. আজি শৃঙ্খলে বাজিছে মাভৈ: - ইমন। কাওয়ালী। নাটক - কারাগার। স্বরলিপি হয়নি।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ