নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১৩ তম পর্ব):

শফিক উদ্দিন আহমেদ। Shafique Ahmed Gaan. 

১১১. আজি গানে গানে ঢাঁকবো আমার- রেকর্ড (১৯৩৩) শিল্পী : হরেন্দ্রনাথ চট্টপাধ্যায়। পিলু খাম্বাজ। দাদরা। হরফ-৯ম এবং নজরুল ইন্সটিটিউট এর ৪৩ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১২. আজি ঘুম নহে নিশি জাগরণ - রেকর্ড হয়নি। দরবারী কানাড়া। কাওয়ালী। নজরুল- স্বরলিপি তে নিবদ্ধ। 

* আজি চৈতী হাওয়ায় - চিত্ত রায়। ভিন্ন গান/ আজি চৈতী হাওয়ার মাতন- নজরুল সঙ্গীত। 

১১৩. আজি চৈতী হাওয়ার মাতন লাগে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : মিস হরিমতী। নজরুল ইন্সটিটিউট এর ১৪ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১৪. আজি জোছনা বিজড়িত ফাল্গুনী রাতে- রেকর্ড শিল্পী - ইন্দুবালা। স্বরলিপি হয়নি। 

১১৫. আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা- রেকর্ড হয়নি। কালাংড়া- বসন্ত- হিন্দোল। স্বরলিপি হয়নি। 

* আজি দোল ফাগুনের - অশুদ্ধ / দোল ফাগুনের দোল- গানটির ভিন্ন শিরোনাম। 

১১৬. আজি নতুন এ চাঁদের তিথীতে- রেকর্ড (১৯৩৭) শিল্পী : সীতা দেবী। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* আজ নতুনের পরে যাবে- তথ্যহীন। 

১১৭. আজি নন্দ দুলালের সাথে- রেকর্ড (১৯৩২) শিল্পী : ইন্দুবালা। খাম্বাজ কাফী। শ্রেণী- হোরী। সুরলিপি, হরফ ৪র্থ এবং নজরুল ইন্সটিটিউট এর ৫১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১৮. আজি নন্দ দুলাল মুখ চন্দ নেহারী- রেকর্ড (১৯৪০) শিল্পী : জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। নজরুল ইন্সটিটিউট এর ২১ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১১৯. আজি নাচে নটরাজ- রেকর্ড হয়নি। জৌনপুরী- আদ্ধা। স্বরলিপি হয়নি। 

✘ আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়- নজরুল নহে।

গীতিকার : তুলসী লাহিড়ী। 

১২০. আজি নাহি কিছু মোর মআন অপমান ব'লে- রেকর্ড (১৯৪৮) শিল্পী : মৃণালকান্তি ঘোষ। নজরুল ইন্সটিটিউট এর ১৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ