শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (১১তম পর্ব):
----শফিক উদ্দিন আহমেদ ( Shafique Ahmed Gaan
* আজ মধুর গগন / লগনে/ (অশুদ্ধ) / আজি মধুর গগন- গানটির ভিন্ন শিরোনাম।
* আজ মা তোর পাইনি (অশুদ্ধ) / আজও মা তোর - গানটির ভিন্ন শিরোনাম।
✘ আজ যদি গো নীরব রহি- নজরুল সঙ্গীত নহে।
গীতিকার : হৃদয়রঞ্জন রায়।
✘ আজ রজনী হামভাগে- নজরুল সঙ্গীত নহে।
গীতিকার : বিদ্যাপতি।
৯১. আজ শরতে আনন্দ ধরেনারে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : সমবেতকণ্ঠ। সুরথ উদ্ধার নাটিকা। নজরুল ইন্সটিটিউট এর ৪৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯২. আজ শেফালীর গায়ে হলুদ- পিলু,কার্ফা। নজরুল সুরলিপি ( নজরুল একাডেমি) র ৮ম খণ্ডে স্বরলিপি হয়েছে।
৯৩. আজ শ্রাবণের লঘু মেঘের সাথে- রেকর্ড (১৯৩৭) শিল্পী : মীরা রায়। হরফ-৮ম এবং নজরুল ইন্সটিটিউট ৭ম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯৪. আজ সকালে সূর্য ওঠা- রেকর্ড (১৯৩৮) শিল্পী : শীলা সরকার। হরফ-৭,১৩ এবং নজরুল ইন্সটিটিউট ১৫তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯৫. আজ সুদিনের আসলো ঊষা- ভৈরবী, কাওয়ালী। দোওয়ান ই হাফিজ গীতি (গজল)। রেকর্ড, স্বরলিপি হয়নি
* আজ সেসব কথা (অশুদ্ধ)/ আজ গেছ ভুলে- গানটির ভিন্ন শিরোনাম।
* আ জারি নিন্দিয়া তু আ- তথ্যহীন।
* আজই না হয় কালই (অশুদ্ধ)/ ওরে আজই না হয়- গানটির ভিন্ন শিরোনাম।
* আজইকা হইব (অশুদ্ধ)/ আজকা হইব মোর বিয়া- গানের ভিন্ন শিরোনাম।
৯৬. আজও মা তোর পাইনি প্রসাদ- রেকর্ড (১৯৩৬) শিল্পী : জীবনকৃষ্ণ দাস। নজরুল ইন্সটিটিউট এর ৪২ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৯৭. আজকা হইব মোর বিয়া- রেকর্ড (১৯৩৫) শিল্পী : প্রফেসর বিমল গুপ্ত।
✘ আজকে আমার একতারাতে- নজরুল সঙ্গীত নহে।
গীতিকার : গোলাম মোস্তফা।
* আজকে ওগো প্রভাতিরা- তথ্যহীন।
* আজকে গানের বান এসেছে (অশুদ্ধ) / যাকনা নিশি গানটির ভিন্ন শিরোনাম।
৯৮. আজকে দেখি হিংসা মদের- ছায়ানট - কেদার,একতাল। রেকর্ড, স্বরলিপি হয়নি।
৯৯. আজকে দোলের হিন্দোলায়- রেকর্ড (১৯৩৩) শিল্পী : মানিক মালা। হরফ- ৯ এবং নজরুল ইন্সটিটিউট এর ৪৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
১০০. আজকে না হয় একটি কথা - আঙ্গুরবালা /বেতার। হরফ-৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।
0 মন্তব্যসমূহ