শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধানে- (৯ম পর্ব):
৭১. আকুল ব্যাকুল ঢুঁড়ত ফিরু শ্যাম (য়্যাকুল ব্যাকুল) (হিন্দী ভজন)- রেকর্ড (১৯৩৫) শিল্পী : কুমারী রেবা সোম ও হেমচন্দ্র সোম। নজরুল ইন্সটিটিউট এর ২০ তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭২. আকুল হলি কেন বকুল বনের পাখি- বেহাগ মিশ্র, দাদরা তাল। আদি রেকর্ড এবং স্বরলিপি হয়নি।
৭৩. আগড়ম বাগড়ম খাতির ঝগড়া - হিন্দী হাসির গান। কৌতুক নক্সা- সাদিকে বাদ। রেকর্ড এবং স্বরলিপি হয়নি। অপ্রকাশিত নজরুল হরফ-১ম খন্ড।
৭৪. আগুন জ্বালাতে আসিনি গো- রেকর্ড (১৯৪৩) শিল্পী : সত্য চৌধুরী। হরফ-৪ এবং নজরুল ইন্সটিটিউট এর ১৯তম খন্ডে স্বরলিপি হয়েছে।
৭৫. আগের মতো আমের ডালে- বসন্ত মিশ্র, দাদরা তাল। রেকর্ড শিল্পী : হরিপদ দে। হরফ- ৯ম খন্ডে স্বরলিপি হয়েছে
* আঙিনায় দুলাল নাচে - আশুদ্ধ/ আমিনা দুলাল নাচে- গানটির ভিন্ন শিরোনাম।
৭৬. আগ্রা প্রাসাদ ছেড়ে - লেটো গান। রেকর্ড, স্বরলিপি হয়নি।
* আঘাত দিয়ে মন- অশুদ্ধ / তুমি আঘাত দিয়ে মন- গানটির ভিন্ন শিরোনাম।
* আঘাত যত- অশুদ্ধ/ মোরে আঘাত যত - গানটির ভিন্ন শিরোনাম।
* আঘাত শুধু দেখলো ওরা- অশুদ্ধ / তোমার আঘাত শুধু- গানটির ভিন্ন শিরোনাম।
* আজ আকাশ মধুর - অশুদ্ধ/ আজি আকাশ মধুর - গানটির ভিন্ন শিরোনাম।
×* আজ আগমনীর আবাহনে-- নজরুল সঙ্গীত নহে। গীতিকার : হীরেন বসু।
৭৭. আজ উদার আকাশে- রেকর্ড নাই। হরফ-৫ম খন্ডে স্বরলিপি হয়েছে।
* আজ এ খুশীর মাহফিলে- তথ্যহীন।
* আজ ঈদ ঈদ/ আজ এলো খুশীর ঈদ- অশুদ্ধ /আজি ঈদ ঈদ ঈদ - গানটির ভিন্ন শিরোনাম।
৭৮. আজ গেছ ভুলে ( আজ সেসব) - রেকর্ড, স্বরলিপি হয়নি।
৭৯. আজ চোখের জলে প্রার্থনা মোর- ভৈরবী, কাওয়ালী। গ্রন্থ- দোলনচাঁপা। রেকর্ড, স্বরলিপি নাই।
* আজ কোথায় তখত - অশুদ্ধ / কোথায় তখত তাউস - গানটির ভিন্ন শিরোনাম।
৮০. আজ নতুন করে পড়লো মনে- গৌড় মল্লার, কাওয়ালী। রেকর্ড, স্বরলিপি হয়নি।
* আজ নলীন নয়ান মলিন কেন- তথ্যহীন।
--- চলমান থাকবে ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ