নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮ম পর্ব) : Website. nazrulsangeet. com


 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৮ম পর্ব): 

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান একটি চলমান কার্যক্রম এর অংশ বিশেষ। শুদ্ধ অশুদ্ধ তথা সমগ্র নজরুল সঙ্গীত সমীক্ষার অনুসন্ধানমূলক প্রয়াসে নিবেদিত। 

৬১. আঁধার রাতে কে গো একেলা- রেকর্ড শিল্পী : কুমারী বাণী নিয়োগী। নজরুল স্বরলিপি এবং  নজরুল ইন্সটিটিউট এর ৫২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৬২. আঁধার রাতে দেবতা মোর- রেকর্ড শিল্পী : পারুল সোম। স্বরলিপি হয়নি। 

৬৩. আঁধার রাতে তিমির দুলে- রেকর্ড (১৯৩৫) শিল্পী : ইন্দিরা সেনগুপ্ত (অ্যামেচার)। নজরুল ইন্সটিটিউট এর ১৮তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

* আঁধার রাতে তিথির কোলে- (অশুদ্ধ)/ আঁধার রাতে তিমির দুলে - গানটির ভিন্ন শিরোনাম। 

৬৪. আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে- রেকর্ড (১৯৩৬) শিল্পী : নিতাই ঘটক। হরফ প্রকাশনীর ৭ম খন্ড এবং নজরুল ইন্সটিটিউট এর ২৮ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

৬৫. আকাশ গঙ্গা স্রোতে- রেকর্ড হয়নি। বেতারে পূর্বানী অনুষ্ঠানের গান। স্বরলিপি হয়নি। 

৬৬. আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়- রেকর্ড হয়নি। হিন্দোল-১ এবং হরফ-৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে। 

৬৭. আকাশে ভাই চাঁদ উঠেছে - রেকর্ড -(১৯৪০) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। কাফন চোরা রেকর্ড নাটিকা। নজরুল ইন্সটিটিউট এর ৫৫ তম খন্ডে স্বরলিপি হয়েছে।

৬৮.  আকাশে ভোরের তারা- রেকর্ড (১৯৪০) শিল্পী : সুধা বন্দ্যোপাধ্যায়। নজরুল ইন্সটিটিউট স্বরলিপি - ৩য় খন্ড।

* আকাশে মধুর বাতাসে- (অশুদ্ধ)/ আজি আকাশ মধুর - গানটির ভিন্ন শিরোনাম। 

৬৯. আকাশে হেলান দিয়ে - রেকর্ড  (১) জ্ঞান ঘোষ (২) কানন দেবী (১৯৩৯)।  হরফ-২ এবং নজরুল ইন্সটিটিউট  ৩য় খন্ডে স্বরলিপি হয়েছে। 

৭০. আকাশের মৌমাছি তারকার দল- কাফেলা, বৈশাখ,১৩৮৯। শ্রেণী-মডার্ণ। স্বরলিপি হয়নি। (Shafique Ahmed  Gaan ইউটিউব চ্যানেল এ গানটি রয়েছে। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ