সুদূর সিন্ধুর ছন্দ উতল- নজরুল সঙ্গীত। রেকর্ড (১৯৩৪) শিল্পী : ধীরেন দাস ও বীণাপানি। নজরুল স্বরলিপি (হরফ) ১১শ খন্ড।
সুদূর সিন্ধুর ছন্দ উতল
আমরা কলগীতি চঞ্চল।।
তুফান ঝণঝা কল্লোল ছলোছল
উর্ধ্বে আমি ঝড় বহি শন্ শন্
মম বক্ষে তব মঞ্জির তোলে গো রণন্
আনন্দ চিত্তে মেতে উঠি নৃত্যে
গুরু গুরু গুরু বাজে বাদল মাদল।।
তুমি গগন তলে উঠি মেঘের ছলে
জল-বিম্ব বালা পরাও গলে।
তুমি বাদল হাওয়ায় অরো আদর যখন
মোরে কান্না পাওয়ায়।
ধূলী গৈরিক ঝড়ে সাগর নীলাম্বরী
জড়াইয়া অপরুপ করে ঝলমল।।
0 মন্তব্যসমূহ