নজরুল সঙ্গীত - নজরুল সংগীত ও বাংলা ধ্রুপদী

Flowbite
Home কাজী নজরুল ইসলাম শফিক উদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল|শফিক আহমেদ গান

শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৩য় পর্ব):



 শুদ্ধ নজরুল সঙ্গীত অনুসন্ধান (৩য় পর্ব): 

১১. অতিথি এসেছে এক মোদের কুটিরে- লেটোগান।

* অধরে নেমেছে মৃত্যুর কালিমা- নজরুল নহে। গীতিকার - কুমুদ রঞ্জন মল্লিক। 

১২. অধীর অম্বর গুরু গরজন- রাগ- হাম্বির। তাল- কাওয়ালী। গ্রন্থ- বুলবুল। স্বরলিপি হয়নি। 

১৩. অনাদরে স্বামী পড়ে আছি আমি -  রেকর্ড ( সেপ্টেম্বর ১৯৩৭) শিল্পী : মোহনলাল সুকুল (শুক্লা) রাগ- ভীমপলশ্রী। তাল- কাহারবা। নজরুল ইন্সটিটিউট এর ১৯ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৪. অনাদিকাল হতে অনন্তলোক গাহে - রেকর্ড (ডিসেম্বর ১৯৩৭) শিল্পী : সাধক সংঘ। হরফ প্রকাশনী ৪র্থ ও নজরুল ইন্সটিটিউট এর ১৭ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৫. অনুরাগের পায়রি আমার- লেটোগান।

১৬. অনেক কথা বলার মাঝে- রেকর্ড ১. শিউলি সরকার (১৯৩৬) ২. বীণা চৌধুরী (১৯৪০)। হরফ- ৭ এবং  নজরুল ইন্সটিটিউট এর ১৬ ও ৫২ তম খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৭. অনেক ছিল বলার যদি- রেকর্ড (১৯৩৮) শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ। নজরুল ইন্সটিটিউট এর ৪র্থ খন্ডে স্বরলিপি হয়েছে। 

১৮. অনেক জ্বালা দিয়েছ- মধুমালা নাট্যগ্রন্থ। 

বিষয় - হাসির গান।

* অনেক ভালো দাদার বাড়ি- এই গাধার খাটুনির চেয়ে- এই গানটির ভিন্ন শিরোনাম। 

১৯. অনেক মানিক আছে শ্যামা- রেকর্ড (নভেম্বর ১৯৩৯) শিল্পী : মতিলাল দত্ত। সূত্র- বাংলা সাহিত্যে নজরুল।  স্বরলিপি হয়নি। 

২০. অন্তর কাঁদালি বাপ যাদুরে- লেটোগান।

২১. অন্তর কাঁদালি বাপ যাদুরে - ভিন্ন লেটোগান।

* অন্তর দোলায় দোলাও - নজরুল নহে। 

গীতিকার - অনীল ভট্টাচার্য। 

* অন্তর বাহির মোর যেখানে কৃষ্ণ - নজরুল সঙ্গীত নহে। সম্ভবত - কবিতা। 

* অন্তর্যামী ভক্তের তব- (অশুদ্ধ) - ওগো অন্তর্যামী ভক্তের তব- গানটির ভিন্ন শিরোনাম। 

--- চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ