শুদ্ধ নজরুল সঙ্গীত প্রসঙ্গে : (১ম পর্ব) শফিক উদ্দিন আহমেদ। শুদ্ধ নজরুল সঙ্গীত প্রসঙ্গে আলোচনা পর্যালোচনায় স্বভাবতই অশুদ্ধ নজরুল সঙ্গীত এর বিষয় সমূহও অত্যন্ত প্রাসঙ্গিক। প্রচলিত অসংখ্য অশুদ্ধতা বিরাজমান ছিল এবং এখনো রয়েছেও বর্তমানের সমৃদ্ধ নজরুল সঙ্গীত এর ক্ষেত্র। তাই শুদ্ধ নজরুল সঙ্গীত এর পাশাপাশি প্রচলিত উক্ত অশুদ্ধ নজরুল সঙ্গীত এর তালিকা উপস্থাপন অত্র লেখনির প্রতিপাদ্য বিষয় স্বরুপ ধারাবাহিক নিবেদন। বর্ণানুক্রমিক তালিকার ১,২,৩ প্রভৃতি সংখ্যা বিশিষ্ট গান সমূহ শুদ্ধ, আর * স্টার চিহ্নিত শিরোনাম সমূহ অশুদ্ধ অর্থাৎ ভিন্ন শিরোনাম, নজরুল নহে বা অন্যান্য গীতিকার বৃন্দের গান প্রভৃতি হিসেবে উল্লেখ বা বর্ণিত হবে। যেমন- ১. অকূল তুফানে নাইয়া কর পার- (শুদ্ধ) রেকর্ড -১৯৩৪, শিল্পী : গণি মিয়া (ধীরেন দাস)। এই রেকর্ড এর অপর পিঠের গান- এসেছি তব দ্বারে। নজরুল ইন্সটিটিউট এর ১৫ নং খন্ডে স্বরলিপি হয়েছে। * অগর/ অ্যগর/ অ্যগ্যর তুম রাধা হতে শ্যাম- রেকর্ড শিল্পী - যুথিকা রায়। নজরুল ইন্সটিটিউট এর ৪১ নং খন্ডে স্বরলিপি হয়েছে। তবে এটি নজরুল সঙ্গীত নহে। গীতিকার - ফৈয়াজ হাশমী। ২. অগ্নি -ঋষি অগ্নি- বীণা তোমায় শুধু সাজে- (শুদ্ধ)। অগ্নি-বীণা গ্রন্থের - উৎসর্গ। মাসিক উপাসনা(১৩২৮) পত্রিকায় - তিলক কামোদ/ ঝাপতাল নির্দেশ সহ উল্লেখিত। এখনো স্বরলিপি হয়নি। * অঙ্গনে আওব যব- গানটি নজরুল সঙ্গীত নহে। গীতিকার - বিদ্যাপতি। (চলমান) ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ